প্রিয় ইসরো প্রধান, একজন কাশ্মিরী হিসেবে আমি জানি যোগাযোগ বিচ্ছিন্নের অনুভূতি

(অনুবাদকের টীকাঃ ভারতের চন্দ্রযান মিশন চন্দ্রযান-২ চাঁদের মাত্র ২ কিলোমিটার দূর থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে গ্রাউন্ড কন্ট্রোলের সাথে। এরপরই ভারতীয় গণমাধ্যমে ইসরো প্রধানের একটি আবেগী ছবি ভাইরাল হয়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরো প্রধানকে জড়িয়ে ধরে সান্তনা দিচ্ছিল। এদিকে দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ইতিহাসে আরো একটি ঘটনা সমসাময়িকভাবে ঘটছে। কাশ্মীর নিয়ে। কাশ্মীরের জনগণ থেকে স্বায়ত্তশাসন কেড়ে নেয়া হয়েছে। কাশ্মীরে শুরু হয়েছে অমানবিক এক অত্যাচার। সে অত্যাচার সম্পূর্ণরূপে যে সামনে আসতে পারছে তাও না। ইসরোর চন্দ্রযান মিশন ব্যর্থ হওয়ার পর ফ্যাইজান বুখারি (Faizan Bukhari)  নামক একজন এই চিঠিটি লিখেছেন ইসরো প্রধানকে।৷  The Quint এ প্রকাশিত এই  চিঠির মাহাত্ম্য অনেক গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই এই ভাষান্তর)


ছবিঃঃ ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রিয় ড. কে সিভান,

আমি প্রথমেই আপনাকে এবং আপনার টীমকে এই বৃহৎ প্রাপ্তির জন্য অভিনন্দন জানাতে চাই। চন্দ্রযান-২ এর সাফল্যের জন্য আপনারা সত্যিই অনেক কঠোর পরিশ্রম করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশত,  চন্দ্রযান-২ এর ল্যান্ডার, বিক্রম,  চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণের অল্পক্ষণ  আগেই গ্রাউন্ড কন্ট্রোলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে।

আমি জানি আপনি আপনার জাতিকে গর্বিত করতে চেয়েছিলেন! কে চায় না বলুন? আমিও জানি খুব নিকটে গিয়ে যোগাযোগ হারানোটা কতটা বেদনাদায়ক আর হৃদয়বিদারক।  আমি পুরোটাই বুঝি।  আমিও আমার চাঁদের সাথে যোগাযোগ হারিয়েছি-আমার মা, সেই এক মাস আগে। আমার মা জম্মু-কাশ্মীরের বুড়গ্রামে থাকে এবং অনেক সপ্তাহ হয়ে গেল তাঁর সাথে কোনো কথা বলি না।

আপনি একজন মহান বিজ্ঞানী এবং আপনি জানেন সবকিছু কিভাবে সামলে নিতে হয়৷ কিন্তু তবুও আপনি প্রধানমন্ত্রীর সামনে ভেঙে পড়েছিলেন। যোগাযোগ বিচ্ছিন্ন হওয়াটা পীড়াদায়ক, বিশেষত যখন আপনি আপনার কাছের কারো (কিংবা কোনোকিছুর) সাথে যোগাযোগ করতে পারেন না।
স্যার,  আমার অবশ্যই  স্বীকার করা উচিত যে আপনি অবশ্যই ভাগ্যবান। কারণ,প্রধানমন্ত্রী আপনাকে জড়িয়ে ধরে সান্তনা দিয়েছেন এবং আশ্বাস দিয়েছেন যে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু আমাকে দেখুন, আমি কি পরিমাণ দুর্ভাগা! একমাসের ও বেশি সময় ধরে আমি আমার পরিবার থেকে বিচ্ছিন্ন, অথচ এখনো কেউ এসে আমাকে সান্তনা দিল না প্রশান্তির জন্য।

আমার মাননীয় প্রধানমন্ত্রী একটা শব্দও আমার বা আমার মতো লোকজনের জন্য উচ্চারণ করে নি, যারা তাদের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। স্যার, আপনি এবং আমি,  কোনো না কোনোভাবে, আমরা একই নৌকাই বাইছি।

"আপনি বলেছন যে আপনারা ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ প্রতিষ্ঠার চেষ্টা করছেন,  আর আমি আমার পরিবারের সাথে যোগাযোগ স্থাপন করতে প্রচন্ড চেষ্টা করছি।"

এই মুহুর্তে আমি মনে করি,  ল্যান্ডারের সাথে আপনাদের যোগাযোগ স্থাপনের সম্ভাবনা আমার পরিবারের সাথে আমার যোগাযোগ স্থাপনের সম্ভাবনার চেয়ে বেশি। স্যার, সবচেয়ে বেশি পীড়া কী দেয় জানেন? যখন আপনার নিজের লোকেরা, নিজের দেশের লোকেরা আপনাকে সহানুভূতি বা সান্তনা দেয় না।
স্যার, আমি আবারও বলব যে আপনি সত্যিই অনেক ভাগ্যবান যখন আপনি বললেন যে যখন আপনারা ল্যান্ডার বিক্রমের সাথে যোগাযোগ হারালেন,  তখন সামাজিক মাধ্যম আপনাদের অনুপ্রেরণা আর সমর্থনের জোয়ারে ভেসে যাচ্ছিল। আর এখানে আমি, একা বসে আপনাকে এই চিঠি লিখছি...

Comments